টিটাগরে কিশোরী কে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার বাড়িতে গেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংসদ অর্জুন সিং ও বিধায়ক রাজ চক্রবর্তী
টিটাগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নিউ লাইন অঞ্চলের ১৯ বছরের কিশোরীকে গণধর্ষণের পর আজ সন্ধ্যায় ধর্ষিতার বাড়িতে এলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর সংসদ অর্জুন সিংহ, সহ টিটাগর তৃণমূলের নেতৃত্ব। প্রত্যেকেই ধর্ষিতার সঙ্গে কথা বলেন এবং তাকে আশ্বস্ত করেন। এরপর চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান নক্কারজনক ঘটনায় ইতিমধ্যেই ঘটনা চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে টিটাগর থানার পুলিশ। দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে ব্যাপারেও প্রশাসনের সাথে কথা বলবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুনঃ বঙ্গ বিজেপিতে বড় চমকঃ একমাসের মাথায় বিজেপির পর্যবেক্ষক বদল, আদিবাসী নেত্রী নয়া সহকারি
- More Stories On :
- Titagarh
- Rame
- Girl
- Chandrima Bhattacharya
- Arjun Sing