বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। শুক্রবারই ভারতের প্রাক্তন ক্রিকেটার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছেন। আর এই ঘটনার আঁচ গিয়ে পৌঁছল পাঞ্জাবে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল তাঁর টুইটারে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে লিখেছেন, বলবিন্দর সিংয়ের সঙ্গে কলকাতা পুলিশ যে ব্যবহার করেছে , তার তীব্র নিন্দা করছি। সারা পৃ্থিবীর শিখ সমাজ এই ঘটনায় ক্ষুব্ধ। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, যে সব পুলিশরা এই ঘটনার সঙ্গে যুক্ত , তাদের বিরুদ্ধে যেন তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করেন।
আরও ্পড়ুন ঃ বলবিন্দারের আগ্নেয়াস্ত্রটির অল ইন্ডিয়া পারমিট আছে, দাবি প্রিয়াঙ্গু পান্ডের
অন্যদিকে, নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, “গতকালের প্রতিবাদের সময় সংশ্লিষ্ট ব্যক্তিটি আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। গোলমালের সময় ধাক্কাধাক্কির জন্য তার পাগড়িটি খুলে পরে যায় (সংযুক্ত ভিডিওতে দৃশ্যমান), পুলিশের কোনওরকম প্ররোচনা ছাড়াই। কোনও সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা কখনও আমাদের উদ্দেশ্য নয়। পশ্চিমবঙ্গ পুলিশ সকল ধর্মকে সম্মান প্রদর্শন করে। অফিসার তাকে গ্রেফতারের আগে বিশেষভাবে তাঁর পাগড়ি পরে নিতে বলেছিলেন। থানায় নিয়ে যাওয়ার ঠিক আগেই সংযুক্ত ছবিটি সংগ্রহ করা হয়েছিল। রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ”। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় লিখেছেন, “বৃহস্পতিবারের ওই ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। বাংলার পুলিশ এ কী কান্ড ঘটিয়েছে! কলকাতাতেও বিভিন্ন জায়গায় শিখরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন।
- More Stories On :
- Balbinder singh
- Police
- Punjab