নাকতলা উদয়ন সঙ্ঘে দুষ্কৃতী তাণ্ডব ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ক্লাবটি রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্লাব হিসেবে পরিচিত। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বাইকে চড়ে এসে ২০-২৫ জন দুষ্কৃতী ক্লাবের একতলার ২টি ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। ওই সময় দুষ্কৃতীদের বাধা দেওয়ায় আহত হন ২ ক্লাব সদস্য। ক্লাবের সদস্যরা জানিয়েছেন, সন্ধেবেলা ক্লাবের সামনে বাইক নিয়ে রেস করছিল কয়েকজন যুবক। ওই সময় এক ক্লাব সদস্যের বাইকে ধাক্কা মারে এক বাইক আরোহী। এরপর যুবকদের সঙ্গে ওই ব্যক্তির বচসা শুরু হয়। সেই সময় আশপাশের মানুষের মধ্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায়। অভিযোগ, বচসার ইতি হলেও সেইসময় হুমকি দিয়ে যায় ওই যুবকরা।
আরও পড়ুন ঃ কৃষকদের আন্দোলনকে নৈতিক সমর্থন তৃণমূলের
অভিযোগ, রাতে তারাই দলবল নিয়ে এসে ভাঙচুর চালায়। স্থানীয়দের দাবি, আচমকাই ২০-২৫ জন দুষ্কৃতী বাইকে চড়ে নাকতলা উদয়ন সংঘ ক্লাবের সামনে পৌঁছয়। প্রত্যেকর হাতে ছিল বাঁশ, ইঁট। কিছু বুঝে ওঠার আগেই ক্লাবের একতলার ২টি ঘরে তারা ব্যাপক ভাঙচুর চালায়। তবে হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। মোবাইল ফোনে তোলা ছবির সূত্র ধরে দুষ্কৃতীদের তল্লাশি অভিযানে নেমেছে নেতাজি নগর থানার পুলিশ।
- More Stories On :
- Naktala Udayan Sangha
- Misdemeanor
- violence
- injured