দুয়ারে সরকার কর্মসূচি রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার কলকাতা পুরসভা প্রকল্প নিয়েছে 'দুয়ারে পুরসভা'। বাড়ি বাড়ি গিয়ে মিউটেশন করবে কলকাতা কর্পোরেশন। পুরসভার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "এর জন্য শীঘ্রই বিজ্ঞপন করা হবে। কলকাতায় বহু মানুষের এসেসমেন্ট ও মিউটেশন বাকি আছে। এটা আগেও আমরা করেছিলাম। কিন্তু তারপরে কোভিড পরিস্থিতিতে তা বাতিল করতে হয়েছে। সেটা হচ্ছে দুয়ারে কেএমসি।"
আরও পড়ুনঃ জন্মদিনে বাড়িতে গিয়ে সৌরভকে শুভেচ্ছা মমতার, ‘দিদি’কে ‘দাদা’র দুর্দান্ত উপহার
ইতিমধ্যে দুয়ারে সরকার কর্মসূচির পর মানুষের কাছে গিয়ে শিবির করে সমস্যার কথা শুনেছে বর্ধমান জেলা পুলিশ। সেই কর্মসূচিতেও সাড়া মিলেছে। পরীক্ষামূলক ভাবে বেশ কিছু জায়গায় দুয়ারে রেশন কর্মসূচি হয়েছে। এবার খোদ কলকাতায় দুয়ারে পরসভা কর্মসূচি নেওয়া হচ্ছে। মিউটেশন ও এসেসমেন্ট করতে অফিসে আসতে হবে না।
আরও পড়ুনঃ জেলাশাসক থেকে সফল ব্যবসায়ী, মেধাবী অশ্বিনী এখন দেশের বড় দায়িত্বে
এবার কলকাতা কর্পোরেশন বাড়ি বাড়ি যাবে। ফিরহাদ হাকিম বলেন, "যেসব মাল্টি স্টোরেড বা বড় হাউজিং-এ মিউটেশন হচ্ছে না, এসেসমেন্ট হচ্ছে না। আমারা আশা করছি, বিধি উঠে গেলে কেএমসি তাদের কাছে গিয়ে এসেসমেন্ট ও মিউটেশ করবে। মানুষকে এত দূরে আসতে হবে না।"
- More Stories On :
- Kolkata Municipal Corporation
- KMC
- Duyare Purasabha
- Boby Hakim
- Firhad