ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালে কলকাতার নারকেলডাঙার ঝুপড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের জেরে খালপাড়ের ২৫-৩০টি ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়েছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন সকালে নারকেলডাঙার ছাগলপট্টির ঝুপড়িতে আগুন লাগে। ঘিঞ্জি বসতি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। একেবারে থানার উল্টোদিকে ঘটনাটি ঘটায়, দ্রুত চলে আসেন স্থানীয় পুলিশ আধিকারিকরাও। এরপরই খবর দেওয়া হয় দমকলে। এরপরই আগুণ নিয়ন্ত্রণের কাজও শুরু হয়। আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন স্থানীয়রাও। শেষ পাওয়া খবরে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণেও চলে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, খবর পাওয়ার পর অনেকক্ষণ দেরিতেই আসে দমকল। আর সেকারণেই আগুন ছড়িয়েও পড়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দমকলের আধিকারিকরা।
- More Stories On :
- Monday morning
- Narkeldanga fire
- Burnt slums,