প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডি-র তল্লাশি ঘিরে রাজনৈতিক চাপানউতোর এখনও থামেনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তদন্তকে উদ্দেশ্যপ্রণোদিত বলে রাস্তায় নেমেছেন, অন্যদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নতুন করে প্রশ্ন তুললেন ইডি-র ভূমিকা নিয়ে।
সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন কুণাল ঘোষ। ওই কথোপকথনে দেখা যাচ্ছে, ‘দাদা’ সম্বোধন করে কাউকে জানানো হচ্ছে যে ১৩ জন ইডি অফিসার কলকাতা যাচ্ছেন। সঙ্গে যাচ্ছেন গুলশন রাই নামে এক সাইবার বিশেষজ্ঞ। এছাড়া সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠকের কথাও উল্লেখ রয়েছে। মেসেজের শেষ লাইনে লেখা আছে, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব সকেত কুমারের সঙ্গে কথা হয়েছে।
এই চ্যাটে কে কাকে এই তথ্য দিচ্ছেন, তা স্পষ্ট নয়। তবে ‘দাদা’ শব্দটি নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, সরকারি আধিকারিকদের সাধারণত এভাবে সম্বোধন করা হয় না। রাজনৈতিক কোনও ব্যক্তিকেই সাধারণত ‘দাদা’ বলা হয়ে থাকে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল লেখেন, আইপ্যাক অফিসে তল্লাশির নামে কি কোনও বড় চিত্রনাট্য তৈরি করা হয়েছিল? এই চ্যাট সত্যি হলে পুরো বিষয়টির গভীর তদন্ত হওয়া দরকার। তাঁর প্রশ্ন, ইডি-র তল্লাশি কি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল?
কুণাল ঘোষ আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর দফতর থেকে নির্দেশ দেওয়া হচ্ছিল কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সরকারি কাজের খবর কোন ‘দাদা’কে জানানো হল, সেটাও স্পষ্ট হওয়া দরকার। তিনি জানান, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখবে।
এই প্রসঙ্গে বিজেপি কোনও মন্তব্য করতে চায়নি। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এই চ্যাট কারা করেছে, তারাই বলতে পারবে। কুণাল ঘোষ দলের হয়ে কথা বলেন, তাই এই বিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া নেই।
- More Stories On :
- Kunal Ghosh
- IPAC Office
- Kunal Ghosh

