অবিলম্বে ট্রেনে ও স্টেশনে প্রবেশাধিকার দিতে হবে হকারদের। তুলে নিতে হবে নিষেধাজ্ঞাও। মঙ্গলবার এই দাবিতে আইএনটিটিইউসি নেতা মানা চক্রবর্তীর নেতৃত্বে শিয়ালদহ স্টেশন চত্ত্বরে এক বিশাল অবস্থান বিক্ষোভে সামিল হলেন শতাধিক হকার। বিক্ষোভের পর স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দেন মানা চক্রবর্তী ও অন্যান্য হকার ইউনিয়নের নেতারা।
আরও ্পড়ুন ঃ দলিতদের প্রতি অত্যাচার এই রাজ্যে হয় নাঃ শশী পাঁজা
মানা চক্রবর্তী বলেন, রেল প্রশাসনের মদতে শিয়ালদহ স্টেশনে নানাবিধ অসামাজিক কাজকর্ম চলছে। শিয়ালদহের ডিআরএম ও মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাব। হকারদের অভিযোগ , নিয়ম ভেঙে কয়েকজন হকারকে স্টেশনে বসতে দেওয়া হচ্ছে। দাবি না মানা হলে ডিআরএম ও রেল বোর্ডের চেয়ারম্যানকে ঘেরাও করা হবে। ্ডিসেম্বর মাসে হবে জঙ্গি আন্দোলনও। প্রসঙ্গত , দীর্ঘদিন বন্ধ থাকার পর সদ্য চালু হয়েছে রেল চলাচল। কিন্তু তবু স্টেশনে ব্রাত্য হকাররা। হকারদের বিষয়ে ্কোনও উচ্চবাচ্যই করছে না রেল।
- More Stories On :
- Hawkers
- Demonstration
- Sealdah
- Station
- Memorandum
- DRM