কেন্দ্রের 'পরাক্রম দিবস'-এ আপত্তি জানিয়ে শনিবার 'নেতাজি জয়ন্তী'র দিন রাজ্য সরকার পালন করছে ‘দেশনায়ক দিবস’। আর এই দুই নামেই আপত্তি জানিয়ে ফরওয়ার্ড ব্লক তথা বামপন্থীদের দাবি, এই দিনটি পালন করা হোক 'দেশপ্রেম দিবস' হিসাবে।
বিধানসভা ভোটের মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে উত্তপ্ত বাংলার রাজনৈতিক মঞ্চ। শনিবার নেতাজি সুভাষের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে দু’টি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আর কয়েক ঘণ্টার মধ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর মধ্যে একটি অনুষ্ঠান, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মঞ্চে তাঁর সঙ্গে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। যদিও সেই অনুষ্ঠানের আগে কেন্দ্রের 'পরাক্রম দিবস' নামকরণের সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে পাল্টা 'দেশনায়ক দিবস' পালন করার কথা জানিয়ে দিয়েছেন তিনি। এদিন দুপুর ১২টায় শ্যামবাজার নেতাজিমূর্তির সামনে থেকে 'দেশনায়ক দিবস' উপলক্ষে পদযাত্রায় হাঁটবেন তিনি নিজে। মিছিল আসবে ধর্মতলার নেতাজিমূর্তি পর্যন্ত। দুপুর ১২টায় নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে শাখ বাজান মুখ্যমন্ত্রী।
আর পাঁচজন বাঙালির মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি আবেগ প্রথম দিন থেকেই প্রবল। প্রতি বছর এই ২৩ জানুয়ারি দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেন তিনি। এতদিন এই দিনটি দার্জিলিংয়ে পালন করতেন মমতা। কিন্তু এবছর ১২৫তম জন্মজয়ন্তীর কারণে তিনি পালন করছেন কলকাতায়। অন্যদিকে বাঙালির নেতাজি আবেগ যে কত প্রবল, প্রথম থেকেই তা নিয়ে অবগত মোদি। স্বাধীনতা পরবর্তী ভারতে নেতাজিকে যথাযথ মর্যাদা না দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ আমবাঙালির হৃদয়ে।
- More Stories On :
- Mamata celebrate
- netaji 125th birthday