রবিবার ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকত। ইহুদিদের প্রাচীন ধর্মীয় উৎসব ‘হানুকা’ চলাকালীন আচমকা এলোপাথাড়ি গুলি চালায় দুই জঙ্গি। এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে এত বড় হামলার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বন্ডি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সরাসরি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজকে দায়ী করেছেন। নেতানিয়াহুর অভিযোগ, অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষ রুখতে আলবানিজ সরকার ব্যর্থ হয়েছে। এই হামলার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, বন্ডিতে ইহুদি হত্যার প্রতিশোধ নিতে কি নতুন কোনও বিশেষ অভিযান শুরু করতে পারে ইজরায়েল।
তদন্তে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, হামলাকারী দু’জনের নাম সাজিদ আক্রম (৫০) ও তাঁর ছেলে নবিদ আক্রম (২৪)। জানা যাচ্ছে, তারা পাকিস্তানের নাগরিক বা পাক বংশোদ্ভূত। তাদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পতাকা। তদন্তকারীদের মতে, এই হামলার পিছনে আন্তর্জাতিক জঙ্গি যোগসূত্র থাকতে পারে।
এই ঘটনা নিয়ে নেতানিয়াহু বলেন, ইহুদি-বিদ্বেষ একটি ক্যান্সারের মতো, যা নীরবতা ও নিষ্ক্রিয়তায় আরও ছড়িয়ে পড়ে। তাঁর দাবি, তিন মাস আগেই তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সতর্ক করেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছে। নেতানিয়াহুর অভিযোগ, অস্ট্রেলিয়ায় ইহুদি-বিদ্বেষ বাড়তে থাকলেও সরকার কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি, যার ফল আজ বন্ডির রক্তাক্ত ঘটনা।
উল্লেখ্য, ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ইজরায়েলি ক্রীড়াবিদদের হত্যার পর প্রতিশোধ নিতে ‘র্যাথ অফ গড’ নামে গোপন অভিযান শুরু করেছিল ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। দীর্ঘদিন ধরে সেই অভিযানে হামলাকারীদের একে একে খতম করা হয়েছিল। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বন্ডি হত্যাকাণ্ডের পর ইজরায়েল ফের তেমন কোনও কঠোর পদক্ষেপ নিতে পারে।
- More Stories On :
- Bondi Beach
- Terror attack
- Israel

