৪ কার্তিক ( ২১ অক্টোবর) বুধবার মেষঃ চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা নেই। বৃষ ঃ ভাগ্য উন্নতি আশা করতে পারেন। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কট: অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। সিংহ: বকেয়া টাকা পয়সা আদায় হবে। কন্যা: শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। তুলা: প্রেমের আঘাতে ছটফট করতে হবে। বৃশ্চিক: যানবাহন চুরি যাওয়ার আশঙ্কা প্রবল। ধনু: বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মকর: অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। কুম্ভ: অন্যমনস্কতার জন্য ছোট খাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মীন: প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।