৭ মে, ২২ বৈশাখ, শুক্রবার।
মেষ/ ARIES : কোনও সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজ। আঘাত পর্যন্ত লাগতে পারে।সাবধানতা অবলম্বন করে চলা উচিত।
বৃষ / TAURUS : গৃহসংস্কারের কাজে হাত লাগাতে পারেন।
মিথুন / GEMINI : আজ আপনার মেধার বিকাশ হতে পারে।
কর্কট / CANCER : কোনও বিপদে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।
সিংহ/ LEO : হঠাৎ করে প্রচুর ব্যয় হতে পারে।
কন্যা / VIRGO : অংশীদারিত্বে লাভের মুখ দেখতে পারেন আজ।
তুলা / LIBRA : ভালো প্রয়াসের জন্য শুভ সময় আজ।
বৃশ্চিক / SCORPIO : নতুন কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
ধনু / SAGITTARIUS : মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন।
মকর / CAPRICORN : বাতের ব্যথা দেখা দিতে পারে।
কুম্ভ / AQUARIUS : স্ত্রীর কাছ থেকে কোনও কারণে বিরোধ দেখা দিতে পারে।
মীন / PISCES : কোনও কিছুর জন্য স্বার্থত্যাগ করতে হতে পারে আপনাকে।