৬ মে, ২১ বৈশাখ, বৃহস্পতি বার।
মেষ / ARIES : আজ কোনও ক্ষেত্রে প্রয়াস নিলে তার ফর ভালো হবে। অর্থাৎ শুভ কাজ করতে চাআলে আজ করে ফেলতে পারেন।
বৃষ/ TAURUS : কোনও কারণেই হোক না কেন অফিসে বা বাড়িতে কারুর সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
মিথুন / GEMINI : প্রেম-প্রণয়ের জন্য আজকের দিন একেবারেই শুভ নয়। সমস্যা দেখা দিতে পারে।
কর্কট/ CANCER : কোনও সমস্যা থাকলে তা আজকের দিনে মিটে যেতে পারে।
সিংহ/ LEO : উপস্থিত বুদ্ধির জোরে বড়সড় সাফল্য পেতে পারেন।
কন্যা/ VIRGO : অনেক দিন ধরে কোনও সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যার আজ সহজ সমাধান হতে পারে।
তুলা/ LIBRA : আজ যে কোনও ক্ষেত্রেই হোক না কেন, অর্থসাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝেশুনে খরচ করুন।
বৃশ্চিক/ Scorpio : আজকের দিন বেশ ব্যয়বহুল হবে।
ধনু / SAGITTARIUS : ব্যবসায় যুক্ত ব্যক্তিদের জন্য সুখবর। ব্যবসার প্রসার ঘটার সম্ভাবনা রয়েছে আজ।
মকর/ CAPRICORN : বাড়িতে হোক বা অফিসে জাতক-জাতিকার প্রতিপত্তি বৃদ্ধি হবে আজ।
কুম্ভ / AQUARIUS : মিথ্যা অপবাদের শিকার হতে পারেন। সাবধানে থাকুন, বুঝে কথা বলুন।
মীন/ PISCES : পুরনো ভুলে নতুন প্রচেষ্টায় সফল হতে পারেন।