১০ মে ২০২১, ২৬ বৈশাখ, সোমবার।
মেষ / ARIES : আজ কারুর থেকে আঘাত পাওয়ার কারণে মনকষ্ট দেখা দিতে পারে।
বৃষ / TAURUS : আগুন থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন না হলে রান্না ঘরে আগুনের কাছে না যাওয়াই ভালো।
মিথুন / GEMINI : হতাশ হবেন না। আজ মনে নতুন আশার সঞ্চার হবে।
কর্কট / CANCER : বড় কোনও বিপদ থেকে আজ মুক্তি পেতে পারেন।
সিংহ / LEO : কোথাও যাওয়ার থাকলে তা বাধা পেতে পারে।
কন্যা / VIRGO : কোনও রোগের চিকিৎসা করাতে চাইলে আজ একেবারেই ভালো দিন নয়।
তুলা / LIBRA : আজ যে কোনও কারণেই হোক অর্থাভাবের দেখা দিতে পারে।
বৃশ্চিক / Scorpio : সঞ্চয়ের কোনও ভালো সুযোগ আসতে পারে। সুযোগ হাতছাড়া না করাই ভালো।
ধনু / SAGITTARIUS : বাড়ি হোক বা কাজের জায়গায় সমস্যা বৃদ্ধি পেতে পারে।
মকর / CAPRICORN : আপনার কোনও গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে।
কুম্ভ / AQUARIUS : আজ তো শুধু লাভ ই লাভ। যেদিকেই হঅত বাড়ান না কেন, লাভের মুখ দেখতে পাবেন।
মীন / PISCES : নতুন কোনও উদ্যমে কাজ শুরু করতে পারেন। আজ আপনার উদ্যম আরও বৃদ্ধি পাবে।