বৃহস্পতিবার দিনভর ভর মুষল ধারায় বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। যার জেরে কার্যত সব জায়গাতেই কম-বেশি জল দাঁড়িয়েছে। শহর কলকাতাও ছিল কার্যত জলের তলায়। কোথাও এক হাঁটু জল, কোথাও এক বুক। হাওড়া স্টেশনের রেল ট্র্যাক এখনও জলের তলায়। একই পরিস্থিতি ছিল অন্যান্য স্টেশনেরও। বহু মানুষের ঘরে ঢুকে পড়েছে জল। শনিবারও পরিস্থিতির পরিবর্তন হয়নি। দেখুন সেরকমই জলযন্ত্রণার খণ্ডচিত্র।