আকাশের কোনও রাষ্ট্র নেই,পাখিরা তাই স্বাধীন আকাশে। হ্যাঁ, একমাত্র পাখীরা-ই স্বাধীন এই পৃথিবীতে। তাদের দেশান্তর হতে কোন পাশপোর্ট লাগে না, লাগে না ইমিগ্রেসন পাস, চাইনা তাদের কোনও দোভাষী। একই পৃথিবী একই রক্তে মাংসে গড়া মানুষ কিন্তু তাদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস অনুযায়ী একেকটা দেশে বিভক্ত। এমনও কিছু দেশ আছে যাদের শোওয়ার ঘর এক দেশে তো প্রস্রাবাগার অন্য দেশে। এরকমই কিছু দেশের আশ্চর্য সীমান্ত নিয়ে এই প্রতিবেদন।