কোভিড আবহের মধ্যেই উত্তরের পর্যটন শিল্পে জোয়ার আনতে, ২৫ আগস্ট থেকে, ১৭ মাস পর শিলিগুড়ি এবং দার্জিলিং-এর মধ্যে চালু হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন পরিষেবা। উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে আরও একটি পালক যুক্ত হল উত্তর-পূর্ব রেলের মুকুটে। নিউ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মধ্যে সেবক পাহাড় এবং ডুয়ার্সের জঙ্গল ও চা বাগান চিরে এবার ছুটবে রেলের অত্যাধুনিক, চারিদিক কাঁচে মোড়া ভিস্তাডোম কোচ।
করোনা ভাইরাসের সাথে যুদ্ধ বিগত প্রায় দেড় বছর মানুষকে গৃহবন্দি করেছে। এই লড়াই মানুষের কাছে, সভ্যতার ইতিহাসে এক বিরাট চ্যালেঞ্জ। জিততেই হবে আমাদের। তাই গণ্ডিবদ্ধ জীবনের বাধ্যবাধকতা মানা আবশ্যক।
শীতের গন্তব্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাকে মোহিত করে দেবে। তাঁবু খাটিয়েও অনায়াসে রাত কাটাতে পারেন।
করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে হোটেল এবং পর্যটন কেন্দ্রগুলি খুলে গিয়েছে। এই পুজোতে করোনা বিধি মেনে দার্জিলিং ঘুরে আসা যেতেই পারে।