কোভিড আবহের মধ্যেই উত্তরের পর্যটন শিল্পে জোয়ার আনতে, ২৫ আগস্ট থেকে, ১৭ মাস পর শিলিগুড়ি এবং দার্জিলিং-এর মধ্যে চালু হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন পরিষেবা। উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে আরও একটি পালক যুক্ত হল উত্তর-পূর্ব রেলের মুকুটে। নিউ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মধ্যে সেবক পাহাড় এবং ডুয়ার্সের জঙ্গল ও চা বাগান চিরে এবার ছুটবে রেলের অত্যাধুনিক, চারিদিক কাঁচে মোড়া ভিস্তাডোম কোচ।