ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশ নিয়েছিল ১৯০০'তে, ট্রাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করে ক্রীড়াবিদ নরম্যান প্রিচার্ড দুটি রৌপ্য পদক লাভ করেন। ভারত প্রথম এশিয় দেশ হিসাবে অলিম্পিক পদক লাভ করে। ২০২০-র ৭টি পদক-ই এখনো অবধি কোন একটি অলিম্পিকে ভারতের প্রাপ্ত সর্বোচ্চ পদক। এর আগে ২০১২-তে ভারতীয় প্রতিযোগীরা ৫টি পদক লাভ করেন। ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের হয়ে যে ৭জন পদক লাভ করেন এক ঝলকে দেখে নেওয়া যাক তারকাদের তালিকাঃ