নান্দনিক উদ্যোগে, পূর্ব রেল ব্যারাকপুর স্টেশনের চারপাশের বাইরের দেওয়ালগুলিতে রঙিন চিত্রকর্মের এক বর্ণিল সমারোহে সাজানোর আয়োজন করে এক বর্ণময় যাত্রার পথে এগিয়ে চলেছে। শুধুই রেল স্টেশনের সঙ্গে এই শহরের সংযোগ আরও সুদৃঢ় করা নয়, এটি হুগলি নদীর তীরে অবস্থিত এই মনোরম উপশহরের সমগ্র অঞ্চলের নান্দনিক মূল্য বৃদ্ধি করার ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় দলের মহিলা এই ব্যাটার ১৯৯৬ মহারাষ্ট্রের সাংলি এলাকায় জন্মগ্রহণ করেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটার হিসেবেই খেলেন, প্রয়োজনে ডানহাতে মিডিয়াম পেস বোলিংয়ে পারদর্শী তিনি।
ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশ নিয়েছিল ১৯০০'তে, ট্রাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করে ক্রীড়াবিদ নরম্যান প্রিচার্ড দুটি রৌপ্য পদক লাভ করেন। ভারত প্রথম এশিয় দেশ হিসাবে অলিম্পিক পদক লাভ করে। ২০২০-র ৭টি পদক-ই এখনো অবধি কোন একটি অলিম্পিকে ভারতের প্রাপ্ত সর্বোচ্চ পদক। এর আগে ২০১২-তে ভারতীয় প্রতিযোগীরা ৫টি পদক লাভ করেন। ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের হয়ে যে ৭জন পদক লাভ করেন এক ঝলকে দেখে নেওয়া যাক তারকাদের তালিকাঃ
আই সি সি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রথম একাদশ ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া। শুক্রবার থেকে সাদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ফাইনাল ম্যচে রোহিতের সাথে কি ওপেন করবে, কতজন জোরে বোলার নিয়ে নামবে? কোনও স্পিনার কি ভারত নেবে?দেখে নেওয়া যাক ভারতীয় একাদশ
এক ঝলক দেখলে আপনি আন্তর্জাতিক বিমানবন্দর ভেবে ভুল করবেন-ই। না এটা কোন আন্তর্জাতিক বিমানবন্দর নয়, নয় কোনো পাঁচতারা হোটেল।
রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের দশকের সেরা টি -২০, একদিনের এবং টেস্ট দল ঘোষণা করে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-র নাম টি -২০ ও একদিনের অধিনায়ক হিসাবে বিবেচনা করা হয়। উল্লেখযোগ্য ভাবে টি-টোয়েন্টি-তে ভারতের চারজন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়, দশকের সেরা একদিনের দলেও চারজন ভারতীয় ক্রিকেটার নাম রয়েছে।