প্রবীন চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আজ (১০ই জুন,২০২১) সকালে দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। একধিক ক্ষেত্রে তাঁর আবাধ বিচরণ ছিল। তিনি একজন কবি এবং বিশিষ্ট বাংলা চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তাঁর পরিচালিত বাঘ বাহাদুর, তাহাদরের কথা, চরাচর এবং উত্তরা মানুষের মনে আজও রয়ে গেছে।