আধো ঘুমের মধ্যে ঢ্যাম কুড়কুড় ঢাকের আওয়াজ কানে আসছিল অনেকক্ষণ ধরেই, শেষ পর্যন্ত চোখ খুলতেই হোলো। আধখোলা জানালার ও'পারে ফর্সা আকাশ... সামান্য ফুরফুরে হাওয়া ... মনে পড়ে গেল আজ সপ্তমী--- সাড়ে ছ'টার মধ্যে স্নান সেরে তৈরী হয়ে নেওয়া চাই, ঠিক সাতটায় কলাবউ স্নান করিয়ে ঘট আনতে যেতে হবে।
করোনা ভাইরাসের সাথে যুদ্ধ বিগত প্রায় দেড় বছর মানুষকে গৃহবন্দি করেছে। এই লড়াই মানুষের কাছে, সভ্যতার ইতিহাসে এক বিরাট চ্যালেঞ্জ। জিততেই হবে আমাদের। তাই গণ্ডিবদ্ধ জীবনের বাধ্যবাধকতা মানা আবশ্যক।