দুঃস্থ শিশুদের পাশে দাঁড়ালো 'ইয়ে মেরি ইন্ডিয়া'। কলকাতার আমতলায় তারা ২৫০ জন অসহায় শিশুদের জন্য পরিকাঠামো নির্মাণে সহায়তা করছে। ঘূর্ণিঝড় আম্ফানের ধ্বংসযজ্ঞের পর প্রাথমিক বিদ্যালয়টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং ভৌত অবকাঠামো, সেইসাথে স্কুলের সরবরাহ যেমন ডেস্ক এবং চেয়ার এবং শিক্ষকতা কর্মীদের অভাবের কারণে, স্কুলটি পুনরায় খোলা যাচ্ছিল না। তাই এটি শিক্ষার্থীদের জন্য আরও কঠিন করে তুলেছিল। কোভিডের জন্য অনলাইন ক্লাস হলেও তারা সেই ক্লাস করতে পারছিল না কারণ অনলাইন ক্লাস করার জন্য তাদের হাতে মোবাইল ছিল না।
তবে আবার যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলেছে তাই ওয়াইএমআই এই স্কুলের জন্য তহবিল সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে যাতে এই শিশুরা তাদের স্কুলে ফিরে আসতে পারে। তাহলে আবার তারা নতুন তৈরি করা ক্লাসে পড়াশুনা করতে পারবে এবং নিজেদের ভবিষ্যৎকেও সুরক্ষিত করতে পারবে।
ইয়ে মেরার প্রতিষ্ঠাতা স্মিতা আগরওয়াল জানালেন,'আমরা একা একা কাজ করলে লক্ষ্যপূরণ অল্প করতে পারবো কিন্তু একসঙ্গে কাজ করলে লক্ষ্যপূরণ অনেক বেশি হবে। আমাদের লক্ষ্য রয়েছে ২০ লক্ষ টাকার ফান্ড তোলার যার মধ্যে আমরা ৮ লক্ষ টাকার ফান্ড তুলতে সমর্থ হয়েছি। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি বাকি ফান্ডটাও তুলতে সক্ষম হব। অকেকেই এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়াচ্ছেন। এইভাবে এগোলে পড়ুয়ারা আবার তাদের স্কুলে যেতে পারবে।'
- More Stories On :
- Yeh Mera India
- Ngo