আজ ১০ অক্টোবর। আজই অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিন। এদিন ৩৬ বছর পূর্ণ করলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা। বিশেষ দিনে শুভেচ্ছায় ভরেছে সোশ্যাল মিডিয়া। তবে আসল লক্ষ্য তো ছিল একজন কে নিয়েই। তিনি নুসরত জাহান। বিশেষ দিনে নুসরত কী করলেন, সেদিক থেকে কেউ চোখ ফেরাতে পারেনি। রাত ১২টা বাজামাত্রই অপেক্ষার অবসান। জানা গেল যশের জন্মদিনেই প্রকাশ পেল নুসরতের ভালবাসা।
যশের জন্মদিন পালনের ক্ষেত্রে যদিও কোনও আড়ম্বরের ব্যবস্থা করেননি নুসরত। অন্তত সোশ্যাল মিডিয়ায় তেমন কোনও আভাস পাওয়া যায়নি। তা বলে মোটেও ভাববেন না যশের জন্মদিনের কথা ভুলে গিয়েছেন নুসরত। প্রিয় মানুষের জন্মদিনের কথা যে তিনি ভোলেননি তা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে জানান দিলেন। ইনস্টা স্টোরিতে যশের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তার পাশেই লাল হার্ট ইমোজি দিয়েছেন নুসরত।
ইনস্টা স্টোরিতে যশের ছবি পোস্ট
সন্তান হওয়ার পর অবসরযাপন করেননি নুসরত। ১২ দিন পরই কাজে ফিরেছিলেন। একটি স্যাঁলোর উদ্বোধন করতে দেখা গিয়েছিল নুসরতকে। তিনি এবং যশ ইশানকে নিয়ে ভাল সময় কাটাচ্ছেন বলেই জানান। এরপর শুটিং ফ্লোরে ফেরা থেকে শুরু করে সংসদীয় কাজ সবই করতে দেখা যায় তাকে।
- More Stories On :
- Yash Dasgupta
- Birthday
- Nusrat Jahan