আজ থেকে সিনেমা হল খুলেছে। সিনেমা হল খোলা সকলেই আলাদা আনন্দ দিয়েছে। তাই খুব খুশি অভিনেত্রী শ্রাবণী ঘোষ। এখন মোবাইলেও সিনেমা, ওয়েব সিরিজ সব দেখা হয়ে যায়। কিন্তু হলে গিয়ে সিনেমা দেখার আনন্দটাই আলাদা।
তিনি জানিয়েছেন,'আসলে প্রত্যেকটা মাধ্যমেরই আলাদা একটা ফ্লেভার রয়েছে। কিন্তু হলে গিয়ে সিনেমা দেখার ক্ষেত্রে যে চোখের আরামটা রয়েছে সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। আর্টিস্ট হিসাবে সিনেমা হলা আমদের কাছে মন্দিরের মত। তবে খুললেই যে সিনেমা দেখতে যাবেন দর্শকরা এরকম নয়। ওটিটি প্ল্যাটফর্ম একটা সারভাইব করার জায়গা। কিন্তু তার মানে এটা নয় যে সিনেমা হলে গিয়ে দেখার গুরুত্বটা কমে যাচ্ছে। সিনেমা হল বন্ধ বলেই ওটিটি দেখছেন। কিন্তু তারা অপেক্ষা করে আছেন কখন হলে গিয়ে হইহই করে সিনেমা দেখতে পারবেন তার জন্য।'
শুধু সিনেমা হল নয়। থিয়েটারের কথাও বললেন তিন্যাবে। জানালেন,'যারা থিয়েটার ভালোবাসেন তারা বসে আছেন কখন থিয়েটার খুলবে। তবে এই বছর থিয়েটার খুলবে বলে মনে হয় না।'
- More Stories On :
- Cinema
- Cinema Hall
- Bangla Cinema