কেকে-র প্রয়াণে দেশবাসীর চুপ হয়ে গেছেন। কেকে-র প্রিয়জন থেকে শুরু করে তার অগুণিত ভক্ত কারোরই মনে ভালো নেই। একটি পোস্টের মাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করলেন পরিচালক বিশাল ভরদ্বাজ।
টুইট করে তিনি লিখেছেন, ‘আমার ছোট ভাই। একসঙ্গে দিল্লি থেকে এসেছিলাম। আমাদের প্রথম ব্রেক, প্রথম ছবি, প্রথম সফলতা একসঙ্গে- মাচিস। ছোড় আয়ে হাম ওহ গলিয়াঁ, লতাজির পানি পানি রে-তে দ্বিতীয় গানও গেয়েছিলেন। অগণিত সময়, অগণিত মুহূর্ত, অনেকটা যন্ত্রণা, সবটাই একটু একটু করে হারালো।’
Mera chhota Bhaiyaa.
— Vishal Bhardwaj (@VishalBhardwaj) June 1, 2022
Hum saath aaye thay dilli se. Humara pehla break pehli film pehli kaamyaabi ek saath- MAACHIS
(Chhodh aaye hum wo galiyan. He also sang the 2nd music in Lata ji’s pani pani re)
Anginat lamhe.. anginat yaadein..
Bepanah dard..
Bichhdey sabhee baari baari.. pic.twitter.com/gHrJHqpA9g
উল্লেখ্য বিশাল ভরদ্বাজের একাধিক ছবিতে গান গেয়েছেন কেকে। তাঁর পরিচালনাতে ১৯৯৬ সালে ‘ছোড় আয়ে হাম ওহ গলিয়াঁ’ গানটা গেয়েছিলেন। বিশাল ভরদ্বাজের সঙ্গীত পরিচালনায় ‘রঙ্গুন’ সিনেমাতেও গেয়েছিলেন কেকে।
আরও পড়ুনঃ কে কে র মৃত্যুর জন্য এবার রূপঙ্করকে ট্রোল ভাস্বর চট্টোপাধ্যায়ের
- More Stories On :
- Vishal Bhardwaj
- KK
- Tweet