আজ থেকে চার বছর আগের ঘটনা। চার হাত এক হয়েছিল ভারতীয় অধিনায়ক বিরাট বলি কুইন অনুষ্কা শর্মা। এরপর চারটে বছর কেটে গেছে। বিরুষ্কার কোল আলো করে এসেছে একটা ফুটফুটে কন্যাসন্তান ভামিকা।
বিশেষ দিনে স্ত্রী অনুষ্কাকে নিয়ে ভালোবাসার পোস্ট দেন বিরাট। অনুষ্কাও তার ব্যতিক্রম নন। স্বামীর উদ্দেশে অনুষ্কার বার্তা, ‘সহজে কিছুতেই ছাড় নেই। ঘরবাঁধার কোনও শর্টকাট রাস্তা নেই। তোমার প্রিয় গানের শব্দগুলোকে মনেপ্রাণে বাঁচতে হবে। তোমার সম্পর্কের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। দেখনদারিতে ভরা দুনিয়ায় তোমার মতো মানুষ হওয়াটা সহজ কাজ নয়, অনেক সাহস লাগে। ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা জোগানোর জন্য’।
অনুষ্কা যোগ করেন, ‘যখনই দরকার পড়েছে তুমি তোমার মন খুলে আমার কথা শুনেছো। একটা বিয়ে তখনই সফল হয় যখন সেই সম্পর্কে জড়িত দুটো মানুষের মধ্যে কোনও নিরাপত্তাহীনতা থাকে না। আমার দেখে সবচেয়ে নিরাপদ পুরুষ তুমি! যেমনটা আমি আগেই বলেছি, তাঁরা সৌভাগ্যবান যাঁরা তোমাকে জানবার সুযোগ পেয়েছে’।
- More Stories On :
- Virat Kohli
- Anushka Sharma