ক্রিকেট মাঠে সকলের প্রিয় ক্রিকেটার তিনি। বিরাট কোহলি খেলতে নামলেই শোরগোল পরে যায়। তবে মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও তিনই বেশ সক্রিয়।
এবার ক্যামেরার সামনে একটি ছবি তুলেছেন বিরাট। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কাও। যেখানে দেখা যাচ্ছে হাসিমুখে পোজ দিয়েছেন বিরুষ্কা। ফটোতে দেখা যাচ্ছে ২ জনের সামনে একটি বেলি বাটিতে রয়েছে পুষ্টিকর খাওয়ার। ছবিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে দেখা যাচ্ছে একটি ধূসর রঙয়ের গোলগলা টি-শার্ট পরে। অনুষ্কা পরে আছেন কালো রঙয়ের একটি আউটফিট। এই মুহূর্তে ডারহামে রয়েছেন এই তারকা দম্পতি। ফ্যানেদের জন্য ইস্টাগ্রামে ফটো পোস্ট করছেন ২ জনে। যে ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই দর্শকমলে তাদের অন্যান্য ছবির মতো এটাও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
টি-শার্ট ও প্যান্টে দুর্দান্ত লাগছিল বিরাটকে। জ্যাকেটও পরিহিত ছিলেন তিনি। শুক্রবার নিজের ইংল্যান্ড ডায়েরির একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা, যেখানে দেখা যাচ্ছে বিরাটকে। গ্রুপ ছবিতে রয়েছেন কে এল রাহুল ও তাঁর বান্ধবী আথিয়া শেঠিও। রয়েছেন উমেশ যাদব ও তাঁর স্ত্রী তনয়া ও ইশান্ত শর্মা। ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কমলা রঙয়ের একটি টপ ও নীল রঙয়ের ডেনিম পরেছিলেন।
- More Stories On :
- Virat Kohli
- Anushka Sharma