'গাছ লাগান, প্রাণ বাঁচান' এই ভাবনাকে মাথায় রেখে গোবরডাঙা নাবিক নাট্যম বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করল। প্রকৃতির সঙ্গে নিজেদের মেল বন্ধন দৃঢ় করতে ৪২ টি বৃক্ষ রোপন করলো গোবরডাঙা নাবিক নাট্যম। তাঁদের সঙ্গে পা মেলালেন এলাকার বিশিষ্ট সমাজ সচেতন মানুষেরা। প্রকৃতিকে সুষ্ঠভাবে টিকিয়ে রাখতে আগামী প্রজন্মেকে নতুন বার্তা দিলো গোবরডাঙা নাবিক নাট্যম।
এই নাট্যদলের বৃক্ষ রোপনে উপস্থিত ছিলেন নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা এবং নাবিক নাট্যমের অন্যান্য কলাকুশলীরা। সংস্থার সম্পাদক অনিল কুমার মুখার্জী জানান পরিবেশ কে সুস্থ রাখার দায় আমাদের সকলের, সেই বিষয়ে মানুষকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য। সংস্থার প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা বলেন পরিবেশ রক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে। সংস্থার কর্ণধার জীবন অধিকারী জানান আমরা গাছ কেটে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি। তাই গাছ কাটার পরিবর্তে বেশি করে গাছ লাগাতে হবে।
- More Stories On :
- Nabik Natyam
- Tree Plantation