বর্তমানে সিনেমার থেকেও ওটিটি প্ল্যাটফর্ম বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতবর্ষে যেমন ওটিটিতে বেশ কিছু ভাল কন্টেন্ট হচ্ছে তেমনি আমাদের রাজ্যেও হইচই এর পর নতুন অনেক ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে। বেশ ভালোভালো কাজও দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। তাই এখানে ওটিটি এখন বেশ জনপ্রিয় একটি মাধ্যম। সেরকমই শহরের এক পাঁচতারা হোটেলে ‘ডিজিফ্লিক্স বাংলা’ (এবার মজা শুরু) লঞ্চ হল।
বিশিষ্ট অতিথি হিসাবে এখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা মেগার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলি,অভিনেতা আনন্দ চৌধুরী, সন্দীপ ভট্টাচার্য, পরিচালক অরিন্দম চক্রবর্তী, রোহন সেন সহ আরো অনেকে।
সোহিনী সরকার এখানে উপস্থিত হয়ে জানালেন, ‘বাংলায় মজা শব্দটা বলতে আমার এতটা অহঙ্কারবোধ হচ্ছে যে এরকম একটা অ্যাপ এই মুহূর্তে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এসেছে এবং তারা নতুন নতুন কন্টেন্ট, ভালো কাজ, নতুন ট্যালেন্ট, নতুন অভিনেতা-অভিনেত্রীদের ইন্ট্রোডিউস করবে সবার সামনে। বাংলায় আরও ভাল কাজ হোক। সেটা আমরা প্রত্যেকেই চাই।‘