ভিন্নধর্মী থ্রিলার ছবি "স্মেল" এর টিজার অনেক আগে মুক্তি পেয়েছে। শুটিং প্রায় শেষ। তাই ডাবিং ও পোস্ট প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে পরিচালক অরুদীপ্ত দাশগুপ্ত। এই ছবিতে অভিনয় করবেন সমদর্শি দত্ত, রাজেশ শর্মা,অনিন্দ্য চট্টোপাধ্যায়, শায়রী সাহা এবং অমিত চন্দ। এছাড়াও আছেন গোরা ধর,অর্পিতা, বাপি, কিংশুক, শ্রী ও প্রমুখরা।
এই থ্রিলার ছবিরই ডাবিং সম্পন্ন হল রেন্ট সিনেম্যাটিকস স্টুডিও তে। উপস্থিত অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং নবাগত-নবাগতারা। সমদর্শী, রাজেশ শর্মা এদের ডাবিং পরে হবে বলে জানা গেছে।
মাহেক এন্টারটৈনমেন্ট প্রযোজিত সঞ্জয় দাসের কাহিনী অবলম্বনে এই সিনেমায় প্রধান সহকারী পরিচালকের দায়িত্ব সামলাবেন তুষার চট্টোপধায়। মিউজিক পরিচালনায় রয়েছেন সুজয় দে। সিনেমাটির দুটি ভিন্ন স্বাদের গান আছে। একটি গেয়েছেন ঐশ্বর্যা অপরটি শুভঙ্কর। এখন শুধু মুক্তির অপেক্ষায়।
- More Stories On :
- Smell
- Thriller Movie