'ক্রাইম পেট্রোল'যারা দেখেন তাদের সকলের কাছেই পরিচিত তিনি। তিনি হলেন 'ক্রাইম পেট্রোল' খ্যাত অভিনেত্রী অনন্যা সোনি। যার অভিনয় দর্শকরা বেশ পছন্দ করেন। কিন্তু তিনি এখন ভাল নেই।
আরও পড়ুনঃ অনুরাগীর কান্ডে প্রতিবাদ জানালেন বাংলা মেগার পরিচিত মুখ অন্বেষা হাজরা
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 'ক্রাইম পেট্রোল'-খ্যাত অভিনেত্রী অনন্যা সোনি। কিন্তু কেবল শারিরীক সমস্যা নয়, পাশাপাশি আর্থিক সঙ্কটেও রয়েছেন অভিনেত্রী। তাই তিনি সোশ্যাল মিডিয়াতেই আর্থিক সাহায্য চেয়েছেন। ২০১৫ সালেই তাঁর দুটো কিডনিই অকেজো হয়ে যায় তাঁর। তখন, তাঁকে একটি কিডনি দিয়ে সাহায্য করেছিলেন তাঁর বাবা। কিন্তু বছর ছয়েক পর ওই একটি কিডনিও এখন আর ঠিক মতো কাজ করছে না। অনন্যা সোনির কথা অনুযায়ী, ওই কিডনিটি মাত্র ২ শতাংশ কাজ করছে এখন। তাই আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি মুম্বইএর হোলি স্পিরিট হাসপাতালে ভর্তি। সেখান থেকে তিনি জানিয়েছেন তার বর্তমান অবস্থা একদমই ভাল নয়। কীভাবে তিনি সুস্থ হবেন বুঝতে পারছেন না। মাথায় হাত পড়ে গেছে জানালেন অনন্যা।
- More Stories On :
- Ananya Soni
- Kidney Damage
- Financial Problem