প্রায় সাড়ে তিন মাসের জার্নি। এই দীর্ঘ জার্নি শেষ হল রবিবার। রবিবারই ছিল ‘বিগ বস ১৫’র গ্র্যান্ড ফিনালে। বাকি প্রতিযোগীদের মধ্যে থেকে লড়াই করে সেরার ট্রফি জিতে নিলেন তেজস্বী প্রকাশ। অন্যদিকে ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হল শমিতা শেট্টি, করণ কুন্দ্রা, প্রতীক সেহজপালদের। আসলে অনেকেই ভাবতে পারননি ট্রফি জিতবেন তেজস্বী। বরং, প্রতীকের দিকেই পাল্লাটা ভারী ছিল। তাই সলমন যখন বিজেতা হিসেবে প্রতীকের হাত তোলেন তখন দর্শক আসনে বসে থাকা অনেক প্রতিযোগীই অবাক হয়েছিলেন।
সেরা হওয়ার জন্য ৪০ লক্ষ টাকা ক্যাশ পুরস্কার জিতে নিলেন তিনি। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় হলেন যথাক্রমে সেহেজপাল ও করণ কুন্দ্রা।
বিজয়ী ঘোষণা হওয়ার পর এই নিয়ে টুইট করতে দেখা যায় গওহর খানকে। যিনি সেই সময় স্টুডিয়োতেই ছিলেন। অভিনেত্রী লেখেন, ‘লোল! বিগ বসের প্রতিযোগী ঘোষণার পর স্টুডিয়োর সাইলেন্স সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। বিগ বস ১৫-র একজনই বিজেতা, যাকে পুরো বিশ্ব দেখেছে জ্বলজ্বল করতে, আর সে হল প্রতীক সেহজপাল।’ শেফালি জরিওয়ালা লিখলেন, ‘তুমি সকলের হৃদয় জিতেছ।’ মুনমুন দত্ত লিখেছেন, ‘তুমি তোমার সততা দিয়ে হাজার হাজার মানুষের মন জিতে নিয়েছ প্রতীক। তোমার উচিত নিজেকে নিয়ে গর্ব করা, তোমার বিগ বসের জার্নি নিয়েও। তোমাকে দেখা আমাদের জন্য খুব উপভোগ্য ছিল। ভালো থাকো খুশি থাকো।’
আরও পড়ুনঃ হেরোইনের পর এবার কুইন্টাল কুইন্টাল আন্তরাজ্য গাঁজা কারবারের পর্দা ফাঁস পূর্ব বর্ধমানে
আরও পড়ুনঃ ডার্বি হেরেও গর্বিত লালহলুদ কোচ মারিও রিভেরা! কেন?
- More Stories On :
- Tejasswi Prakash
- Big Boss 15