চলচ্চিত্র পরিচালক তথাগত মুখার্জি তার পরবর্তী ফিচার ফিল্মের কথা ঘোষণা করলেন। তাঁর নতুন ছবির নাম ‘গোপনে মদ ছাড়ান’। অভিনব ঘোষ প্রযোজিত, ‘গোপনে মদ ছাড়ান’ বাংলার প্রথম ওয়ান শট ফিচার ফিল্ম। এই ছবিতে অভিনয় করেছেন সোহম মজুমদার, সৌম্য মুখার্জি, ঋষভ বসু, সম্রাট মুখার্জি সহ আরও অন্যান্যরা।
এই বছরের জুনে শুটিং ফ্লোরে ‘গোপনে মদ ছাড়ান’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই ছবির হাত ধরে অভিনেত্রী রুকমা রায় এবং মেঘা চৌধুরীকে প্রথম কোনও বাংলা ফিচার ফিল্মে অভিনয় করতে দেখা যাবে। ছবির গল্পের শুরুতে দেখা যায় তিন বন্ধু মধ্যরাতে মদের সন্ধানে বেরোয়। সেখান থেকেই গল্পে নাটকীয় মোড় নেয়।
সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার শেয়ার করে তথাগত লিখেছেন, "সিনেমার ভাষায় নতুন অভিঘাত তৈরীর উদ্দেশ্যে আমদের সিনেমা 'গোপনে মদ ছাড়ান'। বাংলা ভাষায় প্রথম সিঙ্গেল শট সিনেমার অভিজ্ঞতা হতে চলেছে 'গোপনে মদ ছাড়ান'। এগারো জন দক্ষ অভিনেতা আর তাদের আলাদা আলাদা গল্পের জটিল গতিতে এই অসংবেদনশীল সময়ের এক রোলার কোস্টার রাইড 'গোপনে মদ ছাড়ান'। যেখানে নিছক ক্যামেরাও অভিনেতাদের মতই এক চরিত্র হয়ে উঠেছে। অ্য ড্রিমস অন সেলের প্রোডাকশন, আর পোস্টার সাঁটিয়েছে স্বর্ণাভ বেরা। শুরু হচ্চে প্যাচপ্যাচে গরমে রগরগে সিনেমা....।"
আরও পড়ুনঃ মুক্তি পেল মিমি অভিনীত 'মিনি', বন্ধুত্বের স্বাদ দেবে এই ছবি
আরও পড়ুনঃ নেশাগ্রস্ত শেহনাজ বার বার টাল খেয়ে সালমানের গায়ে ঢলে পড়ছেন, সামাজিক মাধ্যমে ট্রোলড নায়িকা
- More Stories On :
- Gopone Mad Charan
- New Movie
- Announcement
- Rathagata Mukherjee
- Rukma