পরিচালক শুভেন্দু দাসের নতুন ছবি 'আত্মনির্ভর ভারত'। এটি একটি পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্র। যে তথ্যচিত্রটি তিনি নির্মাণ করেছেন যুবরাজ আনন্দরাজ ঠাকরের ওপর যার শরীরের ৭০% অংশ অকেজো। প্রেস ক্লাবে তার এই ছবিরই ট্রেলার লঞ্চ হয়ে গেল।
ট্রেলার লঞ্চে পরিচালক জনতার কথাকে জানালেন,'যুবরাজ আনন্দরাজ ঠাকরে আমার ছবির নায়ক। ওর উপরে ওর রিয়েল লাইফ স্টোরি আমরা করেছি। এই ছেলেটির শরীরে ৭০% অংশ কাজ করেনা। তার পরেও কীভাবে ছেলেটির সাকসেস হল সেটা নিয়েই পুরো স্টোরিটা। আমাদের হাত-পা থাকতেও আমরা যেটা করে দেখাতে পারিনা এই ছেলেটি সেটা করে দেখিয়েছে।'
আরও পড়ুনঃ বেড পেতে গেলে "আরেকটি শিশুর মৃত্যু অবধি অপেক্ষা করতে হবে"!
যুবরাজের সঙ্গে কীভাবে যোগাযোগ হল তার উত্তরে জানালেন,'এই ছবির প্রযোজক রাজীব পালের সঙ্গে বেশ কয়েকবছর ধরেই আমার খুব ভালো পরিচয়। রাজীব দা আমাকে বলল শুভেন্দু আমার কাছে একটা ভালো স্টোরি আছে। যদিও তার আগে যুবরাজকে আমি দেখেছি। যাই হোক যুবরাজের নম্বরটা আমি নিই। ফোন করি। ওর মুখ থেকে যখন শুনছিলাম বলে বোঝাতে পারবো না কীরকম লাগছিল ভিতরটা। এতটাই বেদনাদায়ক।'
'আত্মনির্ভর ভারত' এর বেশিরভাগ শুট হয়েছে মহারাষ্ট্রের দাগা বলে একটি জায়গায়। কিছু শুট হয়েছে হোটেল ম্যারিওটে। পরিচালক জানালেন তার এই ছবি ফেস্টিভ্যালে ঘুরবে। তারপর দূরদর্শনে টেলিকাস্ট করার একটা কথা চলছে।
ছবি : প্রকাশ পাইন
- More Stories On :
- Atmanirbhar Bharat
- Tollywood
- Tele Film