বলিউডের গ্ল্যামারাস কুইন সুস্মিতা সেন। তারই বড় মেয়ে রেনে সেন ২২ বছরে পা দিল। বড় মেয়ের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানালেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। রেনের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন তিনি। রেনের মা হওয়ার জন্য নিজেকে আশীর্বাদপ্রাপ্তও সুস্মিতা।
বড় মেয়ের জন্মদিনে ছবি পোস্ট করে সুস্মিতা ক্যাপশনে লেখেন, 'ভালবাসার মুখ, শুভ জন্মদিন আমার প্রথম ভালবাসা। রেনে আমরা এখন ২২.. কীভাবে সময় বয়ে চলেছে!!!! দুই দশক ধরে তোমার মা.. সত্যিই আশীর্বাদ তুষারপাতের মতো!!! আশীর্বাদ করি ভগবান তোমায় সেরাটা দিক.. তুমি তোমার সেরাটা করো!! আমরা তোমাকে ভালবাসি সোনা.. পার্টির সময়। চুমু এবং শক্ত করে যৌথ আলিঙ্গন, আলিশা এবং মায়ের তরফ থেকে'। বড় মেয়ের জন্মদিনে ছবি পোস্ট করে সুস্মিতা ক্যাপশনে লেখেন, 'ভালবাসার মুখ, শুভ জন্মদিন আমার প্রথম ভালবাসা। রেনে আমরা এখন ২২.. কীভাবে সময় বয়ে চলেছে!!!! দুই দশক ধরে তোমার মা.. সত্যিই আশীর্বাদ তুষারপাতের মতো!!! আশীর্বাদ করি ভগবান তোমায় সেরাটা দিক.. তুমি তোমার সেরাটা করো!! আমরা তোমাকে ভালবাসি সোনা.. পার্টির সময়। চুমু এবং শক্ত করে যৌথ আলিঙ্গন, আলিশা এবং মায়ের তরফ থেকে'।
ছবিতে দেখা যাচ্ছে লাল পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রেনে। খোলা চুলে নো-মেকআপ লুকে ধরা দিয়েছেন সুস্মিতা কন্য়া।প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ২৭ বছর আগে তিনি হয়েছিলেন বিশ্ব সুন্দরী। আগাগোরাই ছক ভেঙে নিজের শর্তে জীবন বেঁচেছেন তিনি। ২৬ বছর বয়সেই প্রথম মা হয়েছেন। ২০০০ সালে প্রথমে দত্তক নিয়েছেন বড় মেয়ে রেনেকে। তারপর ২০১০ সালে দত্তক নেন ছোট মেয়ে আলিশাকে। দুই মেয়ের মা তিনি। সব কিছুর মধ্যে আগলে রেখে বড় করেছেন দুই মেয়েকে।
- More Stories On :
- Susmita Sen
- Rene Sen