২০১৮ সালের জুলাই মাস। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন সুস্মিতা সেন। আর যার সঙ্গে সুস্মিতা ভালোবাসায় জড়ান তিনি হলেন রোমান শল। সুস্মিতার থেকে যিনি ১৫ বছরের ছোট। সেই রোমানের সঙ্গেই সুস্মিতার ভালোবাসার বিচ্ছেদ ঘটল। সুস্মিতার সোশ্যাল মিডিয়া পোস্টই এমনটাই জানিয়েছে।
সুস্মিতা রোমনের সাথে তোলা একটি সেলফি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন প্রেমিকের ঘাড়ে মাথা দিয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।’ সঙ্গে আবার হ্যাশট্যাগে no more speculations, live and let live, cherished memories লিখেছেন তিনি। জানা গেছে বেশ কয়েকদিন ধরেই ছোটখাটো বিষয় নিয়ে তিক্ততা বাড়ছিল। সুস্মিতাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। নায়িকার কথাতেই নাকি বাড়ি ছাড়েন রোমান।
প্রসঙ্গত উল্লেখ্য রোমান কাশ্মীরের ছেলে। বড় হয়েছেন নৈনিতালে। দেরাদুনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো শেষ করে মডেলিং ইন্ডাস্ট্রিতে পা রাখেন। পাঁচ-ছয় বছর মডেলিং করার পর মুম্বইতে পাড়ি দেন। মুম্বইতে থাকতে থাকতে ইনস্টাগ্রাম মেসেজের সৌজন্যে সুস্মিতার সঙ্গে তাঁর পরিচয়। সুস্মিতাকে এই সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেছিলেন রোমান। তারপর সেই আলাপ থেকে বন্ধুত্ব, তারপর প্রেম! ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয় তা। একসময় রোমান সুস্মিতার সাথে এসেই থাকতে শুরু করেন।
- More Stories On :
- Susmita Sen
- Rohman Shawl