দু'মাস আগে খবরটা পাওয়া গিয়েছিল। কিন্তু সেই খবরে কেউ সেইভাবে পুরোপুরি হ্যাঁ বলেননি। মাঝেমধ্যে শুধু সোশ্যাল মিডিয়ায় দু'জনের ছবি দেখা যাচ্ছিল। অবশেষে প্রজাতন্ত্র দিবসের দিন সুখবর জানালেন সুদীপ সরকার এবং অনিন্দিতা রায়চৌধুরী। সন্ধ্যায় দুই পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধবেন তারা।
দু'জনেই ছোটপর্দার পরিচিত নাম। 'চ্যাম্পিয়ন', 'কে আপন কে পর', 'তুমি আসবে বলে' ছাড়াও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন সুদীপ। বর্তমানে ওটিটিতেও কাজ করছেন তিনি। আজ প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পেল তাঁর অভিনীত মুক্তি।
অন্যদিকে 'পটল কুমার গানওয়ালা', 'কে আপন কে পর' ভুতু', 'দেশের মাটি'-র মতো একাধিক ধারাবাহিকের পরিচিত মুখ অনিন্দিতা। বর্তমানে ধুলোকণা' তে রয়েছেন অনিন্দিতা।
দু'জনের বন্ধুত্ব অনেক বছরের। প্রেম পাঁচ মাসের। পাঁচ মাসের মধ্যে চার হাত এক হচ্ছে দুজনের।
আরও পড়ুনঃ কয়লাখাদানে ভয়াবহ দুর্ঘটনা, চারজনের মৃত্যুতে ব্যাপক উত্তেজনা খনি অঞ্চলে
আরও পড়ুনঃ বায়ুসেনার ট্যাবলোয় শোভা বাড়ালেন রাফালের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী সিং
- More Stories On :
- Sudip Sarkar
- Anindita Raychaudhury