সকাল সকাল উঠতে হবে শ্রীলেখা মিত্রকে। কারণ তার গন্তব্য হায়দরাবাদ। আর্লি মর্নিং ফ্লাইট ধরার তাড়া রয়েছে অভিনেত্রীর। রাত একটা নাগাদ অভিনেত্রী ফেসবুকে পোস্ট করেন, আর্লি মর্নিং ফ্লাইট, ঠিক ভোর ৩টের সময় কেউ ফোন করে জাগিয়ে দিও। পোস্ট করার পরেই কমেন্টের বন্যা বইতে শুরু করেছে।
নেটিজেনদের মতো পোস্টে কমেন্ট করেন শ্রীজাত। কবি লেখেন, ‘তুমি আমায় আড়াইটে নাগাদ জাগিয়ে দিও, আমি তিনটে নাগাদ তোমাকে কল করব কেমন’? তবে শ্রীলেখাও তার কমেন্টে মজার উত্তর দিয়েছেন।
শ্রীজাতর উদ্দেশে তাঁর বার্তা, ‘তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে! ওহ বউ জানে না ধরা পড়ে গেলে।’ স্বাভাবিকভাবেই শ্রীলেখার কথায় আজব গ্যাঁড়াকলে পড়ে যান শ্রীজাত। তিনি লেখেন, ‘ বোঝো! কল করতে গেলে পাশে শুতে হবে কেন? সে তো আর কল থাকবে না তাহলে! গ্যাঁড়াকল হয়ে যাবে’।
- More Stories On :
- Sreelekha MItra
- Srijato