একজন নারীকে কিছু সময়ের জন্য ভেঙে দিতেই পারো। কিন্তু একজন প্রকৃত নারী আবার স্বমহিমায় ফিরে আসবে। আগের থেকে আরও শক্তিশালী হয়ে। ইন্সটাগ্রামে এমনই পোস্ট করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিয়েটা টিকবে নাকি ভেঙে যাবে ? এই জল্পনার মধ্যেই ইন্সটাগ্রামে এমন পোস্ট করে তাকে ঘিরে চলতে থাকা জল্পনাকে ফের বাড়িয়ে দিলেন শ্রাবন্তী।
আরও পড়ুন ঃ গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে
কিছুদিন আগে থেকেই শ্রাবন্তী ও রোশনের সংসারে অশান্তির আগুনের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা টলিপাড়ায়৷ সেদিন থেকে সবার মনে প্রশ্ন, হঠাৎ এমন কেন করতে চললেন শ্রাবন্তী? ফের কেন শ্রাবন্তীর সুখের সংসার বিপাকে। তবে এই প্রশ্নের জবাব স্পষ্টভাবে দিতে নারাজ শ্রাবন্তী ও রোশন সিং দু’জনেই। তবে রোশনই অবশ্য প্রথমে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, দুর্গাপুজোর আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা। তবে ঠিক কী কারণে আলাদা থাকছেন, তা অবশ্য স্পষ্ট করেননি কেউই। ইনস্টাগ্রামের পোস্টে নানাভাবে বিয়ে, সম্পর্ক, নিয়ে ইঙ্গিতবাহী পোস্টও দিচ্ছেন রোশন ও শ্রাবন্তী।
অন্যদিকে , কোনও পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়েছেন রোশন। সেখান থেকেই ছবি পোস্ট করেছেন। সেখানে কার সঙ্গে ঘুরতে গিয়েছেন রোশন। ইনস্টাগ্রামে ছবি দেখে এমন বহু প্রশ্নই মাথাচাড়া দিয়েছে। প্রসঙ্গত শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই ট্রোল-মিমের অন্ত নেই। শ্রাবন্তী যদিও আগ বাড়িয়ে সেসব নিয়ে মুখ খোলেননি। রোশনও আর বিস্তারিত জানাননি।
- More Stories On :
- Srabanti Chattopadhay
- শ্রাবন্তী চট্টোপাধ্যায়
- Tollywood
- টলিউড
- Actress
- অভিনেত্রী
- Roshan singh
- রোশন সিং