বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য নতুন ভাবনা 'চুপচাপ চার্লি'। ড্রামা থেরাপির মাধ্যমে এই সকল শিশুদের যতটা পারা যায় স্বাবলম্বী করার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
নাইজেল আকারা এই প্রোজেক্ট নিয়ে জানালেন, 'খুব চ্যালেঞ্জিং একটা প্রোজেক্ট। আমরা বাইরে থেকে আর্টিস্ট নিচ্ছি। যেমন দেবলীনা কুমার অ্যাসোসিয়েট হয়েছেন। দুর্নিবার একটা গান গাইছে। প্রাঞ্জ মিউজিক করছে। এছাড়া মনীষা ভট্টাচার্য বলে একজন সাইকোলজিস্ট কে আমাদের প্রোজেক্টে নিয়েছি।'
প্রাঞ্জ জানালেন, 'এই প্রোজেক্টে মিউজিক করতে পারাটা আমার কাছে বড় প্রাপ্তি। দুর্নিবার জানালেন, 'খুব ভালো অভিজ্ঞতা। ওদের সঙ্গে কাজ করতে পারাটা আমার কাছে খুবই এক্সাইটিং।'
অভিনেত্রী দেবলীনা কুমার জানিয়েছেন,'বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে কাজ হবে। তাদের নিয়ে নাটক মঞ্চস্থ হবে। আমি কিছু না ভেবেই হ্যাঁ বলেছিলাম। এদের সঙ্গে থাকলে প্রচুর পজিটিভিটি, প্রচুর এনার্জি পাওয়া যায়। আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স হবে।'
আরও পড়ুনঃ গল্পটা ফুটিয়ে তুলতে আমার খুব একটা অসুবিধা হয়নিঃ রাম গোপাল ভারমা
আরও পড়ুনঃ পূর্ব কলকাতার মাহেশ্বরী সভার উদ্যোগে ১৩ তম বার্ষিক গাঙ্গোর মহোৎসব
- More Stories On :
- Physically challenged
- Tolly star