টিউটোপিয়া লার্নিং অ্যাপের অভিনব উদ্যোগে আয়োজিত হল ৬৮৫ কিমি বিরতিহীন দিন ও রাতব্যাপী কলকাতা থেকে গ্যাংটক রিলে দৌড় প্রতিযোগিতা। ১১ জন অভিজ্ঞ দৌড়বিদ অংশ নিয়েছিলেন। সমগ্র দৌড়ের গতিপথ নির্ধারিত ৬০ ঘণ্টার মধ্যে তারা সম্পন্ন করবে।
১৬ সেপ্টেম্বব ২০২১ এর ভোরে কলকাতা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। ফ্ল্যাফ অফ করলেন অরুণ সিং। দৌড়বিদরা কৃষ্ণনগর, বহরমপুর, মালদহ, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি পৌঁছাবে। তাদের যাত্রা শেষ হবে গ্যাংটকে।
স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস এবং অ্যাডভেঞ্চারের উন্মাদনা প্রচার করতে এই অভিনব উদ্যোগ। কোভিড মহামারীকালে সুস্থ এবং ফিট থাকা ভীষণ জরুরি। সেই ভাবনাকে গুরুত্ব দিতে স্বাস্থ্য সচেতন হওয়ার বার্তা প্রচার করতে চায় টিউটোপিয়া। যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব। সোহম চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সোহম মজুমদার এবং অঙ্কিতা চক্রবর্তী। প্রতিটি দৌড়বিদ গড়ে প্রায় ৬২ কিমি রাস্তা দৌড়ে কভার করবে।
- More Stories On :
- Tutopia Learning App
- Run