'বাহামণি' অর্থাৎ রণিতা দাস। তার অভিনয় কেমন সেটা সকলেরই জানা। তবে অভিনেত্রী ফুডি এটা অনেকেই জানতেন না। কিন্তু তিনি ভীষণ ফুডি। তাই নিত্যনতুন খাবার খেতে ভালবাসেন।
আরও পড়ুনঃ শিকেয় উঠল সামাজিক দূরত্ব, রণক্ষেত্র দুয়ারে সরকার
তরুণ তুর্কিদের দল "munching monks" যারা প্রত্যেক বছর অসাধারণ সব ডেলিকেসিস দ্বারা আ্যনিভার্সারি পালন করেন এই বছরও অন্যথা হয়নি। পুরো অনুষ্ঠানটি হয় স্বভুমি রাজকুটিরে, এবং প্রচুর রকম খাবারের আয়োজন করা হয়েছিল। কি কি ছিল মেনুতে একঝলকে দেখে নেওয়া যাক। যেরকম স্টার্টারে স্মোকড ভেটকি, ঠাকুরবাড়ির নিরামিষ চপ সাথে বিক্রমপুর কাসুন্দি, ধুন্গার চিকেন, ঘি রোস্ট মাটন, ঢাকাই মোরগ পোলাও ও আরো অনেক কিছু। সবকটা আইটেমেই ছিল আলাদা মেজাজ।
আরও পড়ুনঃ ১২ ঘন্টার দীর্ঘ লড়াই শেষে ১২ তম ইন্ডিয়ান আইডল স্নিগ্ধ হাওয়া পবনদীপ
এখানেই এসেছিলেন অভিনেত্রী পৌলমী দাস ও রণিতা দাস। ফুডের জায়গায় এসে তারা বেশ খুশি। পৌলমী দাস এখানে এসে জানালেন,'লকডাউনের কারণে বিভিন্ন রেস্টুরেন্ট বন্ধ ছিল তাই সেরকম বাইরে কোন খাওয়াদাওয়া হয়েনি বল্লেই চলে, তাই এতদিন পর এরকম একটি ফুডফেস্টে এসে অসাধারণ লাগছে।
- More Stories On :
- Ranita Das
- Poulomi Das
- Munching Monks