দক্ষিনী ছবি 'ভূমিকা' আগামী ২৩ আগস্ট মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য রাজেশ। ছবির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন রথিন্দ্রন আর প্রসাদ। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন বিধু, পাভেল নাভাগীথান, মাধুরী, সূর্য গণপতি, অয়ন অভিষেক ও অবন্তিকা ভন্দনাপু।
ছবির ট্রেলারে যতটুকু দেখানো হয়েছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এখানে পরিবেশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষ যখন প্রকৃতির সঙ্গে খারাপ ব্যবহার করে প্রকৃতি কীভাবে তার রিয়াক্ট করে সেটা দেখানো হয়েছে এই পোস্টারে। মানুষের এই খারাপ কাজের ফল ভোগ করতে হয়।
২২ আগস্ট দুপুর ৩টের সময় বিন্য টেলিভিশনে 'ভুমিকা'র প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। প্রিমিয়ারের পরের দিন অর্থাৎ ২৩ আগস্ট থেকে দর্শকরা নেটফ্লিক্সে এই ছবিটি দেখতে পাবেন। ঐশ্বর্য রাজেশের শেষ সিনেমা ছিল থিট্টাম ইরান্ডু। এরপর 'ভূমিকা' তে মুখ্য চরিত্রে রয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী।