শারীরিক অবস্থায় ক্রমশ উন্নতি হচ্ছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের । সামান্য আচ্ছন্নভাব রয়েছে। এখন তাঁকে ২ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে অক্সিজেনের প্রয়োজনীয়তা অনেকটা কমেছে। অক্সিজেন স্যাচুরেশনের পরিমান ৯৮। রক্তচাপ ১৭২/৭৬। পালস রেট ৮৮। পটাশিয়ামের ঘাটতি সিরিঞ্জ দিয়ে পূরণ করা হচ্ছে। রাতে ভাল ঘুমও হচ্ছে তাঁর। হাসপাতালের তরফ থেকে রবিবার একথা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মিঠুনের ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে এফআইআর
তাঁর শরীরের তাপমাত্রা এখন স্বাভাবিক। ফুসফুসের সংক্রমণ সমস্যাও প্রায় কেটে গিয়েছে। নিয়ন্ত্রণে স্নায়ুরোগও সমস্যাও। তাঁর আচ্ছন্নভাব কাটাতে মিউজিক থেরাপি চলছে। আর এতেই কাজ হচ্ছে বলে জানানো হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে নতুন করে কোনও শারীরিক জটিলতা সৃষ্টি হয়নি বলে জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে ।
- More Stories On :
- Soumitra Chatterjee
- Veteran actor
- Tollywood
- Belview
- Physical condition
- Legend