করোনার প্রথম ওয়েভের সময় যখন সাধারণ মানুষ বিপর্যস্ত তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সোনু সুদ। দুঃস্থ মানুষদের সাহায্য করা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের ঠিকভাবে বাড়ি পৌঁছানো সবেতেই এগিয়ে এসেছেন সোনু সুদ। আর এই কাজের জন্য সকলের প্রশংসাও পেয়েছেন।
কিন্তু গত মঙ্গলবার থেকেই গোটা পরিস্থিতিটাই বদলে গিয়েছে। কর ফাঁকি দেওয়ার অভিযোগ পেয়ে সোনুর বাড়িতে ও অফিসে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। এরপরে জানানো হয় প্রায় ২০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ। প্রথমদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া না দিলেও এই ঘটনার দিন পাঁচেক পর অবশেষে সকলের সামনে এসে কিছু কথা বলেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়াতে এই অভিনেতা লেখেন, " সব সময় নিজের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন পড়ে না। সময়ও কিছু কিছু সময় উত্তর দিয়ে দেয়।" পাশাপাশি তিনি বলেন, এতদিন ধরে দেশের মানুষদের জন্যই নিজেকে নিয়োজিত করেছি। আমার এই ফাউন্ডেশনের প্রতিটি পয়সাই সাধারণ মানুষের কাজে লাগবে।'
গত বুধবার আয়কর দপ্তরের আধিকারিকদের তরফ থেকে সোনুর বিরুদ্ধে ২০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগের পাশাপাশি বিদেশ থেকে মোটা অঙ্কের আর্থিক সাহায্য নেওয়ার সময় বিদেশ নীতি লঙ্ঘনের ও উল্লেখ করা হয়; যা নিয়ে উত্কণ্ঠা তৈরি হয়েছে তাঁর অনুগামীদের মধ্যে। তবে সকলেরই আশা শেষ পর্যন্ত নির্দোষ প্রমানিত হবেন সোনু।
- More Stories On :
- Sonu Sood
- Tax Evasion