করোনা এক এক করে অনেক মানুষের জীবন কেড়ে নিচ্ছে। তাদের মধ্যে রয়েছেন টেলিপাড়ার মানুষও। করোনা কেড়ে নিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার শিব শংকরের প্রাণ। তেলেগু চলচ্চিত্রের একটা বড় নাম শিব শংকর বেশ কয়েকদিন ধরেই হায়দরাবাদের একটা হাসপাতালএ ভর্তি ছিলেন। শিব শংকরের স্ত্রী এবং তাঁদের বড় ছেলে অজয় কৃষ্ণও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের অবস্থাও খুব একটা ভালো নয়।
বেশ কিছুদিন আগে বর্ষীয়ান কোরিওগ্রাফারের চিকিত্সার জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তি রেখেছিলেন পরিবার, জানা মাত্রই তাঁর চিকিত্সার ভার নিজের কাঁধে তুলে নেন অভিনেতা, সমাজকর্মী সোনু সুদ। কিন্তু শেষ রক্ষাটা আর করা গেল না। রবিবার রাতে কোরিওগ্রাফারের মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়াতে মন খারাপের কথা লেখেন সোনু।
টুইটারে তাঁর বার্তা, ‘মনটা ভেঙে গেল শিব শংকর মাস্টারজির চলে যাওয়ার খবরে। আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছিলাম ওঁনাকে বাঁচাতে, কিন্তু ভগবান ওঁনার জন্য অন্য কোনও পরিকল্পনা করে রেখেছেন। মাস্টারজিকে সবসময়ই মিস করব। ভগবান ওঁনার পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিক। সিনেমা আপনাকে মিস করবে স্যার’।
- More Stories On :
- Sonu Sood
- Shiva Shnakar
- Choreographer