কিশোর কুমার। নামটাই যথেষ্ট। তাঁর চলে যাওয়ার পরেও ভক্তের সংখ্যা কমেনি, বরং বেড়েছে। বেঁচে থাকলে এই কিংবদন্তির বয়স হতো ৯২। হয়তো গান প্রেমী মানুষ আরও কিছু ভাল গান পেতেন তাঁর কাছ থেকে। হয়তো সিনেপ্রমী মানুষ আরও ভাল অভিনয় দেখতে পেতেন তাঁর।
বাবা কিশোর কুমারের হাত ধরেই প্রথম অভিনয়ে আসা অমিতের। প্রথম ছবি 'দূর গগন কি ছাঁও মে'। তবে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু হলেও, প্রথমবার 'দূর কা রাহী' ছবিতে প্লেব্যাকে হাতেখড়ি অমিতের। মাত্র তেরো বছর বয়সে 'ম্যায় এক পঞ্ছি মতওয়ালা রে' গান সবাইকে তাক লাগিয়ে দেন অমিত কুমার। তারপর বহু গান গেয়েছেন। বাবার পাশাপাশি নিজেকে নিজের মতো করে পরিচিত করেছেন অমিত কুমার। তবে এবার বাবার জন্মদিনে নিজের মতো করে এক বিশেষ উপহার দিতে চলেছেন অমিত কুমার। কিশোর কুমারের গানের এক আনপ্লাগড কভার ভার্সান নিয়ে আসছেন অমিত। এর আগেও অমিত নিজের মতো করে হিন্দি ছবির গানের কভার ভার্সান নিয়ে এসেছেন। সেগুলো শ্রোতারা পছন্দও করেছিলেন। সেই পছন্দের কথা মাথায় রেখেই বাবার জন্মদিনে কভার ভার্সান করার প্ল্যান করে ফেললেন অমিত কুমার।
- More Stories On :
- Kishore Kumar
- Amit Kumar