বলিউড ভাইজান সলমন খানের বাড়িতে আবারও একটি বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে এল। ২৪ বছরের দাম্পত্যজীবনের ইতি টানছেন সলমন খানের ভাই সোহেল খান। শুক্রবার মুম্বইয়ের পারিবারিক আদালতে স্ত্রী সীমা খানের সঙ্গে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন সোহেল খান। আদালত সূত্রে এই খবর প্রকাশ করলেও এই প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
সূত্রটি জানিয়েছে, আজ সোহেল ও সীমা আদালতে উপস্থিত ছিলেন। দুজনেই একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ ছিলেন। সোহেল এবং সীমা ১৯৯৮ সালে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান রয়েছে। প্রথমজনের নাম নির্বান খান এবং অন্যজন ইয়োহান। ২০১৭ সালে খবর রটেছিল, এই দম্পতি বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছেন।
১৯৯৭ সালে অ্যাকশনধর্মী চলচ্চিত্র 'অজার'-এ একজন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ওই চলচ্চিত্রে তার ভাই সলমন খান এবং সঞ্জয় কাপুর অভিনয় করেছিলেন। এরপর ১৯৯৮ সালের ব্যবসাসফল চলচ্চিত্র 'প্যায়ার কিয়া তো ডারনা ক্যা' তে সালমান খান এবং আরবাজ খান দুই ভাইকে সাথে নিয়ে চলচ্চিত্র পরিচালনা করেন সোহেল। পরের বছর 'হ্যালো ব্রাদার (১৯৯৯) পরিচালনা করেন। ২০০২ সালে তিনি লেখা, প্রযোজনা, নির্দেশনা দেওয়া এবং বক্স অফিসে গড় আয়ের 'মে দিল তুঝকো দিয়া' চলচ্চিত্রে সর্বপ্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু কোনওটাই বাণিজ্যিকভাবে সফলতা পায়নি।
সোহেল খান ২০০৫ সালের ব্যাবসাফল চলচ্চিত্র 'ম্যায়নে প্যায়ার কিউ কিয়া?' তে অভিনয়ের মাধ্যমে পুনরায় অভিনয়ে ফিরে আসেন। ওই চলচ্চিত্র প্রধান চরিত্রে অভিনয় করেন তার ভাই সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। এর আগে সলমনের ছোট ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়। এবার সোহেলের বিবাহবিচ্ছেদ হল। তিন ভাইয়ের মধ্যে সলমন খান এখনও অবিবাহিত।
আরও পড়ুনঃ বড় খবরঃ শয়ে শয়ে ভুয়ো নিয়োগ, এসএসসিতে বড়সড় দুর্নীতি! আদালতে রঞ্জিতকুমার বাগ কমিটির রিপোর্ট
- More Stories On :
- Sohail Khan
- Seperate
- Bollywood