বলিউডের সেলিব্রিটিদের জন্মদিন নিয়ে থাকে আলাদা উন্মাদনা। কিন্তু তিনি এমন একজন বা বলা ভাল সেলিব্রিটির পুত্র হওয়ায় তাকে নিয়ে তার জন্মের পর থেকেই আলোচনা হওয়া শুরু হয়ে গেছে।
২০ ডিসেম্বর ছিল তার ৫ বছরের জন্মদিন। তিনি হলেন সইফ আলি খানের ছেলে তৈমুর খান। যাকে নিয়ে কিছু হলেই সে এখন সোশ্যাল মিডিয়ায় হট টপিক হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটির মতোই তার ফ্যান ফলোয়িং। জন্মদিনের বিশেষ দিনে অনেকেই তৈমুরকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। অনেক বলি সেলিব্রিটির মতো বাদ জাননি তার পিসি সোহা-আলি-খানও।
তৈমুরের সঙ্গে নিজের একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন সোহা-আলি-খান। প্রথমবার যখন তৈমুরকে নিজের কোলে তুলে নিয়েছিলেন এটি সেই মুহূর্তের ছবি। ছবিতে দেখা যাচ্ছে সোহার কোলে চুপ করে বসে আছে ছোট্ট তইমুর। পোস্টের সঙ্গে ক্যাপশনে তৈমুরের পিসি লিখেছেন, 'বিশ্বাসই হয় না এরমধ্যেই আমার ছোট্ট টিম টিম ৫ বছরের হয়ে গেল। এখনও মনে রয়েছে প্রথমবার তোমাকে কোলে তুলে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে।' সেই ছবি দেখে পোস্টে ভাঙা হৃদয়ের ইমোজির সঙ্গে করিনার পাল্টা জবাব, ' তোমাদের সবাইকে বড্ড মিস করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে'।
তবে তৈমুরের মা করিনা কাপুর কোভিডের জন্য যে তার কাছে থাকতে পারেননি সেটা তার পোস্টেই প্রমাণ করে দিয়েছেন। তৈমুরের একটা ভিডিও পোস্ট করে সেই কথা জানিয়েছেন।
- More Stories On :
- Taimur
- Soha Ali Khan
- Birthday
- Karina Kapoor