গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ শুক্ল। তার অকাল প্রয়াণ হলেও রেখে গেছেন স্মৃতি। যদিও তার মৃত্যুটা মেনে নিতে পারেনি পরিবার থেকে শুরু করে প্রেমিকা শেহনাজ গিল। সিদ্ধার্থ চলে যাওয়ার পর বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। ‘হোশিয়া রাখ’ ছবিতে সুইটি চরিত্রের মাধ্যমে অভিনয়ে কামব্যাক করেছেন তিনি।
আগামী ১২ ডিসেম্বর সিদ্ধার্থ শুক্লর জন্মদিন। তার কয়েকদিন আগে অমৃতসরের এক অনাথ আশ্রমে দেখা গেল শেহনাজ কে। সোশ্যাল মিডিয়ায় সেখানকার একাধিক ছবি পোস্ট করেছেন শেহনাজের অনুরাগীরা। চোখে চশমা, গায়ে শ্যাওলা টি-শার্টের উপরে ছাই রঙা চাদর, পায়ে জিনস পরে শেহনাজ। সঙ্গ দিয়েছেন তাঁর মা। শিশুদের কোলে নিয়ে আদর করার কিছু মুহূর্ত ধরা পড়েছে নেটমাধ্যমে। চোখে চশমা, গায়ে শ্যাওলা টি-শার্টের উপরে ছাই রঙা চাদর, পায়ে জিনস পরে শেহনাজ।
সঙ্গে ছিলেন শেহনাজের মা। শিশুদের কোলে নিয়ে আদর করতে দেখা গেছে তাকে। তাদের আবদার মিটিয়ে ছবিও তুলেছেন।
- More Stories On :
- Shehnaz Gill
- Orphanage House